পড়া হয়েছে: ৫২
পেকুয়া প্রতিনিধি: পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই আধুনিক অপারেশন থিয়েটারের শুভ উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম এমপি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিউদ্দিন মাজেদ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিউদ্দিন মাজেদ চৌধুরী বলেন, এখন থেকে সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন গর্ভবতী মায়েরা অপারেশন সুবিধা নিতে পারবেন। এর মাধ্যমে পেকুয়া সরকারি হাসপাতাল আরো একধাপ এগিয়ে গেলো।