পড়া হয়েছে: ৭
পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় ৭ লক্ষ টাকার ইয়াবাসহ জহিরুল্লাহ (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পেকুয়া থানা পুলিশ। তিনি টেকনাফ থানার বাহারছড়া এলাকার নুরুল আলমের পুত্র।
পেকুয়া থানার এস,আই মহিউদ্দিন পাটোয়ারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের সীমান্তব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়।
তার নিকট থেকে দেহ তল্লাশী করে ২৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা।
পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হবে। এরপর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
চাটগাঁ নিউজ/সুমন/জেএইচ