পড়া হয়েছে: 9
চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়ায় শাহাবুদ্দিন (৪৫) নামে তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শাহাবুদ্দিন ওই এলাকার বামুলাপাড়ার মৃত আবুল বশরের ছেলে।
আজ বুধবার (১৪ মে) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজাখালী সবুজবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সাজাপ্রাপ্ত অন্যান্য আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার শাহাবুদ্দিনকে আদালতে প্রেরণ করা হয়েছে।