পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় পেকুয়া সদর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিহত হয়েছে। ‎‎নিহত আওয়ামী লীগ নেতা নাছির উদ্দীন পেকুয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোলাইয়াঘোনা চরপাড়া এলাকার মৃত জাফর আলম ছেলে।

‎রবিবার (২৯ জুন) রাত ৮টার দিকে সাবমেরিন নৌ ঘাঁটি সড়কের ভোলাইয়াঘোনা চরপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

‎জানা যায়, নিহত নাছির উদ্দীন নিজ বাড়ি থেকে পেকুয়া বাজার আসার পথে পিছন দিক থেকে আসা পেকুয়া বাজারমুখি দ্রুতগামী ইজিবাইক (টমটম) তাকে জোরে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে মারাত্মক আহত হয়।

‎স্থানীয়া তাকে আহত অবস্থা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান, পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‎মৃত্যুর বিষয় নিশ্চিত করে নিহতের ভাই মফিজ উদ্দিন জানান, রাতে বাড়ি থেকে পেকুয়া বাজারে যাওয়ার পথে ইজিবাইকের (টমটম) ধাক্কায় তিনি মারাত্মক আহত হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে তিনি মারা যান।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top