পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

চাটগাঁ নিউজ ডেস্কঃ কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম আমজাদ হোসেন (৩৫)।

রবিবার (৩১ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আন্নর আলী মাতাবর পাড়ায় দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত আমজাদ হোসেন ওই এলাকার মৃত ফয়েজ আহমেদ ছেলে। আমজাদ তিন সন্তানের জনক বলে জানা গেছে।

নিহতের ছোট ভাই রিফাত বলেন, আমজাদের পাকা বাড়ির নির্মাণ কাজ চলছে। নির্মাণ শ্রমিকের সাথে আমার বড় ভাইও কাজ করছিল। আগে থেকে বাড়ির উপর দিয়ে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সঞ্চালনের তার ছিল। লোহার রড নড়াচড়া করার সময়ে বিদ্যুতের তারে লেগে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এ সময় তিনি ৪/৫ হাত দূরে গিয়ে পড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ চাটগাঁ নিউজকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনাটি শুনেছি। বিদ্যুৎস্পৃষ্টের পর মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটগাঁ নিউজ/এসবিএন