পেকুয়ায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি, ভিডিও ভাইরাল

জমি দখল-বেদখল নিয়ে সংঘর্ষ

চাটগাঁ নিউজ ডেস্ক:  কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে জায়গা ও লবণ মাঠ দখল-বেদখল নিয়ে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলাগুলির ঘটনা ঘটেছে। এ হামলায় উভয়পক্ষের লোকজন জড়িত বলে জানা গেছে। এতে অন্তত ১০-১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২৪ মার্চ) দুপুরে উজানটিয়া ইউনিয়নের রুপালিবাজার পাড়ায় এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

বিষয়টি নিয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ঘটনার বিষয় শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। আমরা কোনো পক্ষের অভিযোগও এখনও পাইনি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top