পড়া হয়েছে: ৪৪
পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারের পেঁয়াজের বাজার দর ঠিক রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার ভুমি (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) রূম্পা ঘোষের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পেঁয়াজের অতিরিক্ত মুল্য নেয়ার অভিযোগে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় বাজারের শরীফ স্টোরকে ৭ হাজার টাকা ও একই জায়গার আলিফ স্টোরকে ৫ হাজার টাকাসহ দুই দোকানীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাক আহমদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে সহকারী কমিশনার ভূমি রূম্পা ঘোষ সাংবাদিকদের পেঁয়াজের বাজার দর ঠিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।