পড়া হয়েছে: 39
চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়ার রাজাখালীতে পানিতে ডুবে জন্নাতুল নুর নামের দুই বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় রাজাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাতবর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল নুর রাজাখালীর মাতবর পাড়ার হোসেন আলীর কন্যা।
জানা গেছে, শনিবার সকালে শিশু জান্নাতুল নুর খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে। দ্রুত তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আলম জানান, আমি শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। বাড়ির পাশের পুকুরে পড়ে তার মৃত্যু হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন







