চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়া উপজেলায় ছাত্রদলের সাবেক নেতা মোস্তফা কামালকে (৩৪) কুপিয়ে জখম করেছে মোস্তাক আহমদ নামে একব্যক্তি। পরে মোস্তাক আহমদকে আটক করেছে পুলিশ।
শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টায় উজানটিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেকুয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মোস্তফা কামাল উজানটিয়ার পেকুয়ারচর এলাকার আবুল হাশেমের ছেলে। তিনি পেকুয়া উপজেলা ইলেকট্রিক সমবায় সমিতির সাবেক আহ্বায়ক বলে জানা গেছে।
আহতের ভাই লোকমান হাকিম ও স্থানীয়রা জানান, তারাবি নামাজের পর মোস্তাফা কামাল মনিরের দোকানে বসা ছিল। এমন অবস্থায় স্থানীয় মোজাহেরুল হকের ছেলে মোস্তাক আহমদ দোকানে ঢুকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহায়তায় আহত মোস্তাক আহমদকে দা’সহ আটক করে পুলিশের কাছে হস্তান্ত করেছি।
স্থানীয়রা আরও জানান, মোস্তাক আহমদের স্ত্রীর সাথে কামালের পরকিয়া সম্পর্কের সন্দেহে কামালের উপর ক্ষিপ্ত ছিল মোস্তাক। মোস্তাক আহমদ আহত কামালকে হুমকি-ধামকি দিয়ে আসছিল।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, উজানটিয়া এলাকায় একব্যক্তিকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোস্তাক আহমদ নামের একজনকে আটক করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন