পেকুয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, জামায়াত নেতার মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৩৭) নামের এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জাহাঙ্গীর আলম পূর্ব গোয়াখালী টেকপাড়া এলাকার বখতিয়ার উদ্দিনের ছেলে। তিনি পেকুয়া সদর ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও মইয়্যাদিয়া জামে মসজিদের খতিবের দায়িত্বরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীর আলম মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু।

জাহাঙ্গীর আলমের মৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইমতিয়াজ উদ্দিন, সেক্রেটারি ডা. নুরুল কবির, জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান মঞ্জুসহ নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top