চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়ায় ফছি উল্লাহ মার্কেটে জাবেদ আহমেদ নামের এক ব্যবসায়ীর গোডাউনে আগুন লেগে সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে টইটং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত ২টার দিকে টইটং ইউনিয়নের একটি গোডাউনে আগুন লেগে ব্যবসায়ী জাবেদ আহমেদের সব মালামাল পুড়ে যায়। এতে গোডাউনে থাকা ৭০ থেকে ৮০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। গোডাউনটিতে একটি ডিলারের মালামাল ছিল।
টইটং ইউনিয়ন পরিষদের সদস্য কাইছার মোহাম্মদ ইলিয়াছ জানান, গতকাল রাতে হাজীবাজার এলাকায় একটি দোকানের মালামাল রাখার গোডাউন ভয়াবহ আগুন লেগে প্রায় মালামাল পুড়ে যায়।
পেকুয়া ফায়ার সার্ভিস জানান, বুধবার দিবাগত রাত ২ টার দিকে টইটং হাজী বাজারে একটি ডিলারের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গোডাউনে থাকা প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করেছি। ১০ লাখ টাকার মত সয়াবিন তৈল, দুধসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। পাশে ইসলামি ব্যাংক ছিল, যেটি আমরা আগুনের হাত থেকে রক্ষা করেছি।
চাটগাঁ নিউজ/এমকেএন






