পেকুয়ায়-কুতুবদিয়ায় থেকে ২ আওয়ামী নেতা আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়া ও কুতুবদিয়া উপজেলা থেকে সৈনিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

তারা হলেন, পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি মোঃ ফোরকান। ইউনিয়নের টেকঘোনা পাড়ার আবুল হোছেনের পুত্র তিনি।

অন্যজন হলেন, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ওয়াপদা পাড়ার মঞ্জুর আলমের পুত্র ও স্থানীয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মোঃ তুহিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, ১০ ফেব্রুয়ারি ভোররাতে চালানো এক অভিযানে আত্মগোপনে থাকা অবস্থায় মো: ফোরকানকে আটক করা হয়েছে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, কুতুবদিয়ায় বৈষম্যবিরোধি আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার মামলার এজাহারভুক্ত আসামি তুহিন নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। ১০ ফেব্রুয়ারি এক অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। তুহিন উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ওয়াপদা পাড়ার মঞ্জুর আলমের পুত্র।

ওসি বলেন, তুহিন জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার একটি মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আটকের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে আসছিলো। এর অংশ হিসেবে আত্মগোপন থেকে বাড়িতে আসার খবর পেয়ে আমার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top