চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের এবিসি আঞ্চলিক মহাসড়কের বারবাকিয়া সীমান্তের উচ্চ ব্রিজ সংলগ্ন এলাকায় একটি কন্টেইনারবাহী লরি দুর্ঘটনা কবলিত হয়েছে।
আজ শনিবার (১৯ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে লরিটি রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারে ধাক্কা দিলে কয়েকটি এলাকায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। এতে বিপাকে পড়ে পেকুয়ায় বেশ কয়েকটি ইউনিয়ন। রাত আটটা বাজলেও বিদ্যুতের দেখা নেই এলাকাগুলোতে।
জানা যায়, দুর্ঘটনায় বিশাল লরিটি সড়ক থেকে পড়ে পাশে থাকা বিদ্যুতের খুঁটিসহ দুমড়ে মুচড়ে ভেঙে নিচে খাদে পড়ে যায়। এতে একটি ৪০ সাইজের খুঁটি এবং অন্য খুঁটিতে একটি ক্রস আর্ম ভেঙে যায়। দুর্ঘটনায় পেকুয়া ৩ নম্বর, ৫ নম্বর ও বাঁশখালী ৩৩ কেভি লাইন ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে পেকুয়া উপজেলার বারবাকিয়া, টৈটং, রাজাখালী শিলখালী ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রয়েছে। কবে নাগাদ স্বাভাবিক সেটিও জানাতে পারছেনা কর্তৃপক্ষ।
এ ব্যাপারে জানতে চাইলে পেকুয়া পল্লী বিদ্যুতের এজিএম খন্দকার মোহাম্মদ ফিরোজ কবির বলেন, কন্টেইনারবাহী লরিটি সরিয়ে নতুন খুঁটি স্থাপন করে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ প্রদান করা সম্ভব হবে। সারাদিন ধরে বেশ কয়েকজন শ্রমিক বিদ্যুতের খুঁটি মেরামতের কাজ করছে। আমরা চেষ্টা করছি দ্রুত কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ করতে।
চাটগাঁ নিউজ/জেএইচ