পেকুয়ায় অভিযানে নারীসহ ১০ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ মোট ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মগনামা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবদুল মোনাফের ছেলে মো. আরকান (১৯), মো. ফোরকান (২১), আবদুল মতলবের ছেলে আবদুল মোনাফ (৪৫), আবুল কাশেম (৪০), আবদুল খালেক (৪২), মৃত নুর আহমদের ছেলে আবুল কালাম ও আবুল হোসেন (৪৩)। এছাড়া বাইম্যাখালী এলাকার আলী আহমদের ছেলে শামসুল আলম, উজানটিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুর আহমদের ছেলে ছাবের আহমদ (৬২) এবং শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ফেরদৌসের মেয়ে ও নিহত জসিম উদ্দিনের স্ত্রী সেলিনা আক্তার (৪২) রয়েছেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, ভোরের অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা সবাই বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ছিলেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top