পড়া হয়েছে: 195
চাটগাঁ নিউজ ডেস্ক : শারদীয় দুর্গাপূজার মহানবমীতে রাতে নিয়ে মণ্ডপে যান পরিবারের সদস্যরা। ১১টায় বাসায় ফিরে দেখেন সব লন্ডভন্ড। আলমারিতে রাখা ৩ ভরি সোনা, নগদ ৮০ হাজার টাকা নেই। ঘরের সবই চুরি হয়ে গেছে।
আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নে বোয়ালগাঁওয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আশীষ সরকার আজ বৃহস্পতিবার দুপুরে থানায় অভিযোগ দিয়েছেন।
আশীষ সরকার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িচালক হিসেবে কর্মরত।
তিনি বলেন, ‘পূজা মন্ডপ ঘুরে ঘরে এসে দেখি মালামাল, সোনা ও টাকা চুরি হয়েছে। অনেক কষ্ট ও পরিশ্রম করে এসব মালামাল সংসারের জন্য জমিয়েছিলাম। কিন্তু দুই ঘণ্টায় সব শেষ হয়ে গেল।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
চাটগাঁ নিউজ/এসএ