পড়া হয়েছে: ৫১
চাটগাঁ নিউজ ডেস্কঃ আনোয়ারায় অগ্নিকান্ডের ঘটনায় ৫টি বসতঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মালঘর গ্রামের যোগীপাড়া রেবতী মাস্টারের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, সন্ধ্যাকালীন প্রার্থনার সময় পূজার আসন থেকে সূত্রপাত হয় আগুনের। এতে পাশাপাশি থাকা সুনীল নাথ, সেনাপতি নাথ, বাবুল নাথ, সুজিত নাথ, সনজিৎ নাথ, রেবতি চরণ নাথ ও বিভুতিচরণ নাথের ঘর পুড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা ফায়ার স্টেশনের সাব অফিসার মংসইনু মারমা চাটগাঁ নিউজকে বলেন, আগুনের সংবাদ পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়। আমাদের দুইটি ইউনিট কাজ করে প্রায় ২ ঘন্টার মত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখানো জানা যায়নি।
চাটগাঁ নিউজ/এসবিএন