পুলিশ সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল থেকে এসআইকে কোপানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের বন্দর থানা সভাপতি মোহাম্মদ কাইয়ুমকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাইয়ুম ওই এলাকার মো. শরীফের ছেলে।

বন্দর থানার ওসি আফতাব উদ্দিন বলেন, ‌পুলিশের এসআইকে কুপিয়ে জখমের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের বন্দর থানা সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

১১ আগস্ট রাতে নগরের বন্দর থানার ঈশান মিস্ত্রি হাট এলাকায় আওয়ামী লীগের মিছিলের পর অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হন বন্দর থানার এসআই আবু সাঈদ রানা। তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top