সিপ্লাস ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁর কাঁচপুর শিল্পাঞ্চলে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশ, সাংবাদিক, বিএনপি নেতাকর্মীসহ আহত হয়েছেন অর্ধশতাধিক।
এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হঠাৎ লাঠিচার্জ করে। এ সময় আমিসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছি।
সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, ‘অনুমতি ছাড়াই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলা বিএনপি পদযাত্রা কর্মসূচি করে মহাসড়ক অবরোধ করতে চেয়েছিল। মহাসড়ক থেকে সরে যেতে বলায় পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে আমরা কয়েক রাউন্ড রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিই। বর্তমানে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে রয়েছে।