চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় পুলিশের টহল টিম দেখে পুকুরে লাফ দিয়ে নিখোঁজ হওয়া মাসুদ রানা (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাসুদ রানা ওই এলাকার বাসিন্দা নেছার আহমেদের ছেলে।
স্থানীয়রা জানায়, রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বন্দর থানা পুলিশের একটি টহল টিম ২ নম্বর সাইডের রাজা বাদশা ব্রিকফিল্ড ডেবার পাড় এলাকায় প্রবেশ করলে প্রায় ৩০ জন মাদকসেবী ও ক্রেতা-বিক্রেতা ছুটতে শুরু করে। এ সময় মাসুদ রানা দৌড়াতে গিয়ে পুকুরে লাফ দিয়ে তলিয়ে যান। ঘটনার পর পুলিশ কিছুক্ষণ ঘটনাস্থলে অবস্থান করলেও রানা আর পানির উপরে ওঠেননি। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২০ ফুট গভীর থেকে তার মরদেহ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস আগ্রাবাদ কন্ট্রোল রুম থেকে জানানো হয়, গতকাল বন্দর থানাধীন ডেবার পাড় এলাকায় কিছু যুবক বসে তাস খেলছিলেন। পুলিশ দেখে তারা পুকুরে লাফ দেয়। এদের মধ্যে ৪-৫ জন পানি থেকে উঠতে পারলেও একজন উঠতে পারেননি। আজ সকাল সাড়ে ৮টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, গতকাল পুকুরে পড়ে যাওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন