পুলিশ কমিশনারের বিবৃতি ও সাংবাদিক হেনস্থার ঘটনায় সিআরএফের নিন্দা

চাটগাঁ নিউজ ডেস্ক: ট্রাফিক বিভাগের দুর্নীতি ও অনিয়ম নিয়ে চ্যানেল ২৪-এ প্রচারিত একটি সংবাদের প্রেক্ষিতে নগর পুলিশ কমিশনার হাসিব আজিজের দেওয়া বার্তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) নেতৃবৃন্দ। সিএমপি কমিশনার হাসিব আজিজের ওই বার্তাকে স্বাধীন সাংবাদিকতার প্রতি ‘হুমকি’ হিসেবেই দেখছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এদিকে, গণমাধ্যমে প্রতিবাদ পাঠানোর কয়েক ঘণ্টার মধ্যে নগরের ডবলমুরিং থানায় দায়িত্ব পালনরত এক সাংবাদিককে ২০ মিনিট হাজতে আটকে রাখা হয় এবং আরও এক সাংবাদিককে হেনস্থার শিকার হতে হয়। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বলে জানান নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘ডবলমুরিং থানার ওসি কর্তৃক গণমাধ্যমকর্মী শাহেদুল ইসলাম মাসুমকে হেনস্থা এবং চ্যানেল ২৪- এ প্রচারিত সংবাদের প্রেক্ষিতে স্বাধীন সাংবাদিকতাকে সংকুচিত এবং গণমাধ্যমকর্মীদের পরোক্ষ হুমকি প্রদান করেছেন সিএমপি কমিশনার। যা স্বাধীন সাংবাদিকতার অন্তরায় এবং গণমাধ্যমের টুটি চেপে ধরার ঘৃণ্য প্রক্রিয়া বৈ কিছু নয়।’

তারা বলেন, সমাজ এবং রাষ্ট্রের নানা অসঙ্গতি জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নিমিত্তে কাজ করে যাচ্ছে সাংবাদিক সমাজ । কিন্তু দুর্ভাগ্য সেই সাংবাদিক সমাজকে হুমকি প্রদান করে প্রেস নোট প্রদান ও গণমাধ্যম কর্মী শাহেদুল ইসলাম মাসুমকে পেশাগত দায়িত্ব পালনকালে ডবলমুরিং থানার ওসি কর্তৃক শারীরিক নিগৃহের পাশাপাশি যৌক্তিক কারণ ব্যতীত ২০ মিনিট লকআপে রেখে যে বার্তা সাংবাদিক সমাজকে দেয়া হয়েছে, তা অশুভ লক্ষণ। আমরা তার জন্য ধিক্কার জানাচ্ছি।

অবিলম্বে এই ন্যাক্কারজনক এবং বর্বরোচিত ঘটনার সুষ্ঠু বিচারের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপের পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা ও তথ্য উপদেষ্টার অতি দ্রুত দৃশ্যমান ও কার্যকর দায়িত্বশীল ভূমিকা দেখতে চায় সিআরএফ নেতৃবৃন্দ। অন্যথায় চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) নেতৃবৃন্দ রাজপথে কঠোর কর্মসূচির পাশাপাশি পুলিশের সংবাদ বর্জনের ঘোষণা দিতে বাধ্য হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ/এসএ

Scroll to Top