চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আদালত চত্বর এলাকায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া ২ আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ইকবাল হোসেন ইমন।
সে লোহাগাড়ার উত্তর কলাউজান এলাকার মো. ইউনুসের ছেলে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে নগরের খুলশী ৮ নম্বর ওয়ার্ড তুলাতলী রেললাইনের কলোনিতে ফিরোজা বেগমের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে মঙ্গলবার বিকেল তিনটার দিকে প্রিজন ভ্যানে তোলার সময় সে পালিয়ে যায়।
চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো.সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি ইকবাল হোসেন প্রকাশ ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার হাজতখানা থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় পালিয়ে যাওয়ার ১০ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন







