পুলিশের সাবেক কর্মকর্তার সাথে অবৈধ চুক্তিতে চলত দোকান

রেলওয়ের ৪০ শতক জায়গা উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: নগরীর নিউমার্কেট এলাকায় রেলওয়ে পুর্বাঞ্চলের বিশেষ অভিযানে ১২টি দোকান ও ৫টি বসতঘর উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদের মাধ্যমে রেলওয়ে পূর্বাঞ্চল ৪০ শতক জায়গা উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ত্রিশ কোটি টাকা।

তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, তারা রেলওয়ে পুলিশের এসপি পদ মর্যাদার সাবেক এক কর্মকর্তার সাথে চুক্তি ভিত্তিক এসব দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

আজ বুধবার (১১ ডিসেম্বর) সকালে নিউমার্কেট এলাকায় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ৪০ শতক জায়গা উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ দল সহায়তা করেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আইস ফ্যাক্টরি রোডস্থ সিটি কলেজ সংলগ্ন এলাকায় রেলওয়ের ৪০ শতক জায়গা দখল করে ১২টি দোকান ও ৫টি বসতঘর নির্মাণ করে সেখানে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান চালু করে ব্যবসায়ীরা। সাধারণত রেলওয়ের জায়গার উপর ব্যবসা প্রতিষ্ঠান করার ক্ষেত্রে রেলওয়ে স্টেট ডিপার্টমেন্টের অনুমতি নিতে হয়। কিন্তু এসব দোকান নির্মাণের ক্ষেত্রে ব্যবসায়ীরা কোন ধরণের অনুমতি নেননি। অনুমতি ছাড়াই ব্যবসায়ীরা দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে। এর আগে ২০২৩ সালের ২৫ মে এক অভিযানে দোকানগুলো ভেঙ্গে দেয়া হয়েছিল।

তবে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর জানান, তারা রেলওয়ে পূর্বাঞ্চলের এসপি পদমর্যাদার সাবেক এক কর্মকর্তার সাথে চুক্তিভিত্তিক এই জায়গা ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করতেন। বর্তমানে ওই কর্মকর্তা পূর্বাঞ্চলে নেই। চুক্তির শর্ত অনুযায়ী প্রত্যেক ব্যবসায়ী ১০-১৫ লক্ষ টাকা বিনিয়োগ করে দোকান পরিচালনা করত।

তবে রেলওয়ের সাবেক কর্মকর্তার কাছ থেকে অনুমতি নেওয়ার বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে অভিযানের নেতৃত্ব দেয়া বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, রেলওয়ের কারো সাথে চুক্তি করে দোকানপাট দিলে তার কাগজপত্র থাকতে হবে। তা না হলে এসব ভিত্তিহীন কথা। রেলওয়ের স্টেট ডিপার্টমেন্টের কাছ থেকে লিজ নিয়ে ব্যক্তি পর্যায়ে ব্যবসা প্রতিষ্ঠান বা যেকোন দোকানপাট করা যেতে পারে। তবে এই ৪০ শতক জায়গার দখলকারী ব্যবসায়ীরা আমাদেরকে কোন ধরণের কাগজপত্র দেখাতে পারেননি।

উচ্ছেদের ব্যাপারে ব্যবসায়ীদেরকে এক মাস আগে নোটিশের মাধ্যমে অবগত করা হয়েছে। কিন্তু এই নিয়ে তাদের কোন ভ্রুক্ষেপ ছিল না।

চাটগাঁ নিউজ/ইউডি/জেএইচ 

Scroll to Top