চাটগাঁ নিউজ ডেস্ক: পুলিশের ব্যারিকেড ভেঙে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা।
বিক্ষোভকারীদের থামাতে যমুনার সামনে গিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ।
রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যান গণঅভ্যুত্থান আহত শতাধিক ব্যক্তি।
পরে সেনাবাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে সেটি প্রতিরোধ করে মিন্টো রোডের তিন রাস্তার মোড়ে অবস্থান নেন তারা। এসময় ঘটনাস্থলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আহত হন। আহতাবস্থায় আন্দোলনকারীদের থামানোর চেষ্টা করছেন তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনে অবস্থান করছে আহত ব্যক্তি ও সমন্বয়করা।
উল্লেখ্য, উন্নত চিকিৎসা না পাওয়ার ক্ষোভে বেশি কিছুদিন ধরে চাপা উত্তেজনা কাজ করছিল জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের মাঝে। এরই জের ধরে আজ সারাদিন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আমরণ অনশন শুরু করেন তারা। পরে পুলিশ এসে বাধা দিলে তারা বিক্ষোভ শুরু করে।
চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ