পুলিশকে গুলি করে পালানোর চেষ্টা, চোরাই গরু ও অস্ত্রসহ গ্রেপ্তার ২

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় গরু চুরি করে পিকআপে নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে পাঁচটি চোরাই গরু, একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে গরু পরিবহনে ব্যবহৃত পিকআপটিও।

বুধবার (৭ মে) ভোরে লোহাগাড়া ও চন্দনাইশ থানা এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুস সবুর (৪০) ও মহি উদ্দিন (৩৭)।

লোহাগাড়া থানা পুলিশ জানিয়েছে, বুধবার ভোররাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি চেকপোস্ট বসানো হয়। এসময় খবর আসে, কিছু চোর গরু চুরি করে একটি পিকআপে করে চকরিয়া হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছে।

তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসআই মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা মহাসড়কে যানবাহন তল্লাশি শুরু করেন। ভোর ৪টা ১০ মিনিটের দিকে চট্টগ্রামমুখী একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ থামার সংকেত দেয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের পেছন থেকে ৪-৫ জন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং চালক গাড়ি না থামিয়ে দ্রুত চট্টগ্রামের দিকে চালিয়ে যেতে থাকে। পুলিশ সদস্যরা টর্চলাইটের আলোতে পিকআপটিতে চোরাই গরু দেখতে পান।

এরপর পুলিশ সদস্যরা ডাকাত দলকে ধরতে তাদের পিছু নেন। ডাকাতদের গাড়িটি চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ বাদামতল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছালে সেখানে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ সদস্যরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় ডাকাত দল গাড়িটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগিয়ে আবারও পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে বিভিন্ন দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পালানোর সময় স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ আব্দুস সবুর ও মহি উদ্দিনকে আটক করতে সক্ষম হয়। পরে সকাল সাড়ে পাঁচটার দিকে তাদের কাছ থেকে আনুমানিক চার লাখ টাকা মূল্যের পাঁচটি গরু, একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড লাল রঙের এবং দুই রাউন্ড সাধারণ লিড বল কার্তুজ (মোট চার রাউন্ড) এবং আনুমানিক আট লাখ টাকা মূল্যের একটি নীল রঙের টাটা পিকআপ জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদের নাম-ঠিকানা প্রকাশ করেছে এবং স্বীকার করেছে যে, তারা পলাতক আসামিদের সঙ্গে মিলে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার পুইছড়ি এলাকা থেকে রাতে গরুগুলো লুট করে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। তারা আরও জানায়, চট্টগ্রাম জেলা ও আশপাশের এলাকায় বিভিন্ন সময়ে রাতের বেলা অস্ত্রের মুখে জিম্মি করে তারা চুরি ও ডাকাতি সংঘটিত করে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top