পুনঃনিরীক্ষণে ভাগ্য ফিরেছে ১৬২ জন পরীক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ২০২৪ পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে আরো ১৬২ জন পরীক্ষার্থীর ভাগ্য ফিরেছে। এদের মধ্যে ফেল করা ১০১ জন পরীক্ষার্থী পাস করেছে। প্রাপ্ত নম্বর বেড়ে গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে আরো ৬১ পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে। পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ২২ হাজার ৩২৪ জন পরীক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান বলেন, এইচএসএসসিতে পুনঃনিরীক্ষণের আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। উত্তরপত্র পুনঃনিরীক্ষণ শেষে প্রাপ্ত নম্বর পরিবর্তন হয়েছে ১ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থীর। আর ফেল থেকে পাস করেছেন ১০১ জন।

উত্তরপত্র পুনঃনীরিক্ষণে নম্বর বেড়েছে, তবু কৃতকার্য হতে পারেনি ৭১ শিক্ষার্থী। এছাড়া নম্বর বেড়েছে কিন্তু গ্রেড পয়েন্ট বাড়েনি এমন শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২০৮ জন। গ্রেড পয়েন্ট বেড়েছে এমন পরিক্ষার্থীর সংখ্যা ৫৫৭ জন।

গ্রেড পরিবর্তন হয়েছে কিন্তু সিজিপিএ পরিবর্তন হয়নি এমন সংখ্যা ১২৯ জন। সিজিপিএ পরিবর্তন হয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ৪২৮।
চাটগাঁ নিউজ/ইউডি

 

Scroll to Top