চাটগাঁ নিউজ ডেস্ক: প্রতিবন্ধীদের সহায়তায় নামে সূচনা ফাউন্ডেশন খুলে শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিরুদ্ধে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) একইসংগে ৯৩০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে পুতুলসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। দুদকের সূত্র থেকে এ তথ্যটি জানানো হয়।
আর অর্থ লোপাটের সহযোগী হিসাবে সাবেক মন্ত্রী-এমপি, এনবিআর চেয়ারম্যান, ব্যবসায়ীসহ অন্তত ৩৫ জনের দায় খুঁজে পেয়েছে সংস্থাটি।
২০২৫ সালের জানুয়ারিতে দুদক ঢাকার ধানমন্ডির ৫ নম্বর রোডে অবস্থিত সুধাসদন-এ অভিযান চালায়, যা সূচনা ফাউন্ডেশনের মূল কার্যালয় হিসেবে উল্লেখ করা ছিল। একই নামে আরও কিছু ঠিকানা অনুসন্ধান করলেও কোনোটিতেই ফাউন্ডেশনের অস্তিত্ব মেলেনি।
তবে দৃশ্যমান কার্যক্রম না থাকলেও ফাউন্ডেশনটির নামে বড় অঙ্কের লেনদেন, কর ফাঁকি ও অর্থ আত্মসাতের বিস্তর তথ্য দুদকের হাতে এসেছে বলে জানা গেছে। অনুসন্ধান চলাকালে ৭ মাসের মধ্যেই ফাউন্ডেশনটির বিরুদ্ধে বিপুল পরিমাণ দুর্নীতির প্রমাণ হাতে আসে।
সূচনা ফাউন্ডেশনের নামে দান, অনুদান ও সরকারি অর্থ সহায়তা নেওয়ার পর তা অন্যত্র সরিয়ে ফেলা হয়। একাধিক ব্যাংক হিসাবে নজরকাড়া লেনদেন হয়েছে, যার উৎস অস্পষ্ট। কর ফাঁকির বিষয়টিও স্পষ্টভাবে উঠে এসেছে দুদকের তদন্ত প্রতিবেদনে।
চাটগাঁ নিউজ/জেএইচ