চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে পুকুরে লাফ দিয়েও যৌথ বাহিনীর হাত থেকে শেষ রক্ষা হয়নি নুরুল আবসার নিশু (৩২) নামে এক যুবকের। পরে পুলিশের উপর হামলা মামলার আসামি হিসেবে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
রোববার (২৭ জুলাই) রাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের কলেজবাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনীর একটি দল। এতে অংশ নেয় সেনাবাহিনী ও পুলিশ।
গ্রেপ্তার হওয়া নুরুল আবসার নিশু শিকলবাহা ৭ নম্বর ওয়ার্ডের মংগল মাঝির বাড়ির বাসিন্দা নুরুল ইসলাম প্রকাশ বইদ্যার পুত্র বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ মে কর্ণফুলীর কলেজ বাজারের জামালপাড়া এলাকায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম প্রধান আসামি ছিলেন নিশু। এছাড়াও তার বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির একাধিক অভিযোগও রয়েছে।
রবিবার রাতে যৌথ বাহিনী নিশুর অবস্থান নিশ্চিত হয়ে কলেজ বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে পালাতে গিয়ে পুকুরে ঝাপ দেয় নিশু। তবে সেখান থেকেই যৌথ বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ জানান, যৌথ বাহিনীর অভিযানে নিশুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ