চাটগাঁ নিউজ ডেস্ক: পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) মিডিয়া ক্লাবের উদ্যোগে ‘কাট টু রিয়ালিটি’ শীর্ষক দুই দিনব্যাপী চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালার আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক নারী উন্নয়ন সংস্থা ‘কানেক্ট হার’।
বুধবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১১৯ নং কক্ষে সেশন শেষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালাটির সমাপ্তি ঘোষণা করা হয়।
এর আগে মঙ্গলবার কর্মশালার প্রথমদিন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়ে কালো ব্যাজ পরিধান করেন অংশগ্রহণকারী সকলে।
দুই দিনব্যাপী এই চলচ্চিত্র বিষয়ক কর্মশালায় সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের মোট ৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং চলচ্চিত্র নির্মাণ বিষয়ে মৌলিক ও নানা পর্যায়ের প্রশিক্ষণ গ্রহণ করেন। এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের প্রফেসর এবং ইনডিপেনডেন্ট ফিল্মমেকার মাসুদুর রহমান এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষক প্রফেসর মাসুদুর রহমান বলেন, বর্তমানে সবার কাছেই ফিল্ম বানানোর সব ইকুইপমেন্ট আছে। একটা ক্যামেরাযুক্ত মোবাইল থাকলেই ফিল্ম বানানো যায়। কিন্তু শিক্ষার্থীদের মাঝে শুধু ফিল্ম বানানোর আইডিয়ার অভাব রয়েছে, যেটা আমি এই কর্মশালায় দেওয়ার চেষ্টা করেছি।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও ক্লাবের প্রধান উপদেষ্টা দিলরুবা আক্তার বলেন, এই কর্মশালাটি আমাদের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের কারিকুলামের দুটি কোর্সের সাথে সাদৃশ্যপূর্ণ। এই কর্মশালায় যে অনুশীলনগুলো হচ্ছে সেগুলো আমাদের শিক্ষার্থীদের একাডেমিক এবং ব্যবহারিক কাজে সহায়ক হবে বলে আমার ধারণা।
এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা ও সহকারি প্রক্টর লেকচারার তসলিমা আক্তার ইরিন। তিনি বলেন, ফিল্ম, সাংবাদিকতার সাথে ওতোপ্রোতো জড়িত। এবং সাংবাদিকতার একটা মূল কাজ হলো স্টোরি-টেলিং, যেটা ফিল্মেরই মূল অংশ। তাই আমরা চাই এমন আয়োজন আরো হোক, যাতে আমাদের শিক্ষার্থীরা আরো স্টোরি-টেলিং শিখতে পারে এবং তাদের অডিয়েন্সদের মাঝে গ্রহণযোগ্যতা বাড়ে।
এছাড়া উপস্থিত ছিলেন লেকচারার রাশেদুল ইসলাম এবং পিংকি চাকমা।
আয়োজন সম্পর্কে মিডিয়া ক্লাবের সভাপতি রবিন দাশ গুপ্ত বলেন, সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগ বরাবরই ব্যবহারিক নির্ভর। বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে এধরনের আয়োজন পিসিআইইউ মিডিয়া ক্লাবের প্রাথমিক দ্বায়িত্ব। আশা করবো এই কর্মশালায় অংশগ্রহনকারী প্রত্যেকে নিজেদের অর্জিত জ্ঞান যথাযতভাবে কাজে লাগাবে। পরে তিনি প্রশিক্ষক, অংশগ্রহণকারী ও শিক্ষকমণ্ডলীকে ধন্যবাদ জানান।
একাডেমিক কোর্স ওয়ার্কের পাশাপাশি বিভিন্ন সেক্টরে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা অর্জন করা প্রয়োজন। তার লক্ষ্যে মিডিয়া ক্লাব নিয়মিতভাবে এধরনের আয়োজন করবে। বলেন ক্লাবের সাধারণ সম্পাদক প্রান্ত চৌধুরী।
উল্লেখ্য, কর্মশালায় অংশগ্রহনকারী প্রত্যেকে একসপ্তাহের মধ্যে দলগতভাবে ভিন্ন ভিন্ন গল্পে ডকুমেন্টারী চলচ্চিত্র জমা দেওয়ার মাধ্যমে সার্টিফিকেট অর্জন করবেন।
চাটগাঁ নিউজ/এমকেএন