পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী ইংরেজি ভার্সন শিক্ষা প্রতিষ্ঠান পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) ষোলশহরস্থ এলজিইডি ভবনের অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন এবং বর্তমান শিক্ষক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রফেসর এ বি এম আবু নোমান। তিনি বেলুন উড়িয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ শাহীন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান সোলাইমান খাঁন মাসুম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম এলজিইডি নির্বাহী প্রকৌশলী হাসান, এডমিন কোঅর্ডিনেটর মোবারক হোসাইন, একাডেমিক কো অর্ডিনেটর সাজ্জাদুল হাসান রবিন, জুনিয়র শাখার কো অর্ডিনেটর সুলতানা নার্গিসসহ সকল শিক্ষক শিক্ষার্থী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ২০২৪ এসএসসি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রধান মুহাইমিনুল ইসলাম, ইংরেজি শিক্ষক নুসরাত নিকিতা, বাংলা শিক্ষক সাদিয়া আলম সহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী সাজীদ, মুনতাহা, কাসফিক,আবিয়াজ সহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে আবু নোমান বলেন, শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পারফরম্যান্স তাকে মুগ্ধ করেছে,তিনি শিক্ষকদের উদ্দেশ্য বলেন শুধুমাত্র আপনাদের আন্তরিকতা ও কেয়ারিং এর কারনেই বাচ্চাদের কে অলরাউন্ডার করে গড়ে তোলা সম্ভব হয়েছে।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top