পিছিয়েছে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ

চাটগাঁ নিউজ ডেস্ক: পিছিয়েছে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ। আগামী  ৮ আগস্টের পরিবর্তে অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর।

বুধবার (২১ মে) ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা পূর্ব নির্ধারিত ৮ আগস্ট তারিখের পরিবর্তে আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন-ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২৪ সালে। এই বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়ার কথা। এই বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন পৌনে চার লাখ চাকরিপ্রার্থী।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top