চাটগাঁ নিউজ ডেস্কঃ আনোয়ারায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ রানা (২৮) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার সরকারহাট আল আমিন কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি আছেন।
জানা যায়, নিহত চালক রানা কর্ণফুলী উপজেলার শিকলবাহা ২নং ওয়ার্ড মাষ্টারহাট এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। সে রাত ১২ টার দিকে উপজেলার সরকারহাট এলাকার প্রধান সড়কে এমপি লতিফের ভর্তুকি মূল্যের ব্যানার সম্বলিত একটি পিকআপ ভ্যান ফলো করে। এ সময় সিএনজি গাড়ির একজন কৌশলে পিকআপ ভ্যানের উপরে উঠে যায়। বিষয়টি পিকআপ ভ্যানের চালক লুকিং গ্লাসে দেখতে পেয়ে গাড়ির নিরাপত্তায় স্পীডে ব্রেক করেন। এতেই সিএনজি অটোরিকশার সাথে সজোরে ধাক্কা লাগে অটোরিকশাটির। পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশায় চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক। পরে পিকআপ ভ্যানটি পালিয়ে যায়।
ঘটনাস্থলে থাকা বাকীদের আহত অবস্থায় উদ্ধার করে রাতেই চমেক হাসপাতালে পাঠায় আনোয়ারা থানা। এর মধ্যে শিকলবাহা গ্রামের ইয়াসিন নামে আরেক যুবক মুমূর্ষু অবস্থায় আছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ চাটগাঁ নিউজকে বলেন, একটি পণ্যবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে রাতেই মর্গে পাঠান। সিএনজিটি সড়ক থেকে সরানো হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
চাটগাঁ নিউজ/এসবিএন