পড়া হয়েছে: ৪০
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় পিকআপে করে ইয়াবার চালান নিয়ে যাওয়ার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেড় হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে কালুরঘাট বেতার কেন্দ্রের বিপরীত পাশে কাপ্তাইগামী বাস স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন— মো. বেলাল উদ্দিন ওরফে গুরা মিয়া (২৭), নুরুল আবছার (২৮) এবং আমির হোসেন (৩৩)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, তারা তিনজন একটি মিনি ট্রাকে করে ইয়াবা পাচারকাজে জড়িত ছিল। ঘটনাস্থল থেকে তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ সময় পরিবহনকাজে ব্যবহৃত গাড়িটিও আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ