পিকআপের চাপায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু

রামু প্রতিনিধি: রামু থানার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে আসা পিকআপের চাপায় পিষ্ট হয়েছেন স্কুল শিক্ষিকা ইমারী রাখাইন(৪৯)। এতে নাড়ি-ভূড়ি বের হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান এ শিক্ষিকা।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৭ টার দিকে রামু থানার ৩০০ মিটার দূরত্বে রামু-মরিচ্যা সড়কের অফিসেরচর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ইমারী রাখাইন রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের অফিসেরচর গ্রামের থোয়ে চা অং এর মেয়ে। পৈত্রিক বাড়িতেই তিনি সপরিবারে বসবাস করতেন। তার স্বামীর নাম উলা রাখাইন। ইমারী রাখাইন নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং বানিয়ারঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।

ইমারী রাখাইনের ছেলে উএমং রাখাইন জানিয়েছেন, সকালে তার মা বাড়ির সামনে সড়কের পার্শ্ববর্তী ফুলের বাগান পরিচর্যা করছিলেন। এসময় রামু অভিমুখি দ্রুতগামি একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে এসে তার মাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মা প্রাণ হারান।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান সড়ক দূর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়রা জানিয়েছেন, ইমারী রাখাইন সড়কের বাইরে নিজেদের বাগানে কাজ করছিলেন। গাড়িটি বেপরোয়া গতিতে এসে সড়কের অন্যপাশে গিয়ে তাকে (ইমারী) চাপা দিয়েছে। এটা দূর্ঘটনা নয়, যেন পরিকল্পিত হত্যাকান্ড। দূর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক চালকসহ গাড়িটি আটকের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। দূর্ঘটনাটি ঘটে রামু থানার মাত্র ৩০০ মিটার দূরত্বে।

জানা গেছে, ইমারী রাখাইন ১ ছেলে, ১ মেয়ের জননী। বড় সন্তান (ছেলে) কক্সবাজার সিটি কলেজে অনার্স ৩য় বর্ষে অধ্যয়নরত এবং মেয়ে এবারের এসএসসি পরীক্ষার্থী। মর্মান্তিক দূর্ঘটনায় শিক্ষিকা ইমারী রাখাইনের মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়েন পরিবার-পরিজন। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। এলাকাবাসী ঘাতক চালককে আটকসহ এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

 

চাটগাঁ নিউজ/এমএসআই

Scroll to Top