ফটিকছড়ি প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী পিআর পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ফটিকছড়ি থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত গণমিছিল ও পথসভায় এই দাবি জানান দলটির উত্তর জেলা মিডিয়া সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশকে সন্ত্রাস, খুন, চাঁদাবাজি মুক্ত একটি শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন। আমরা বারবার সরকারের প্রতি এই দাবি জানিয়ে আসছি।”
তিনি আরও বলেন, “২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ঘটনার এবং ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে হবে। জামায়াতের আমির ঘোষিত সাত দফার মধ্যেই রয়েছে জাতির মুক্তির সঠিক দিকনির্দেশনা।”
এসময় তিনি ফটিকছড়ি থেকে অধ্যক্ষ নুরুল আমিনকে সংসদে পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, “ফটিকছড়িকে চাঁদাবাজিমুক্ত করতে হলে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা প্রয়োজন।”
পথসভায় অন্যান্য বক্তারাও দেশের স্বাধীনতা ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেন, “বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট হয়ে এখন আলেম-ওলামাদের বিরুদ্ধেই আলেমদের ব্যবহার করছে। কিন্তু জাতি জানে, এসব বক্তব্য কোথা থেকে পরিচালিত হয়। আগামীর বাংলাদেশ হবে ইসলামী মূল্যবোধভিত্তিক এবং স্বৈরাচারমুক্ত।”
গণমিছিলটি ফটিকছড়ি সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে বিবিরহাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড মুক্তিযোদ্ধা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি থানা জামায়াতের আমির নাজিমুদ্দিন ইমু। সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম চৌধুরী, জামায়াতের সাবেক আমির মাস্টার নাজিম উদ্দিন সিকদার, শিল্পবাণিজ্য বিভাগের সভাপতি আব্দুর রহিম, ছাত্রনেতা এজহারুল ইসলাম, তৈয়ব আলী নূরী, নবীর হোসেন মাসুদ ও গাজী মো. বেলাল প্রমুখ।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন