চাটগাঁ নিউজ ডেস্ক: হিম শীতল নীলাচল-নীলগিরিতে শীত-কুয়াশার খেলা। চিম্বুক-ডিম পাহাড়ের বুক জুড়ে রোদ্র-ছায়ার লুকোচুরি দেখা আর নৃতাত্ত্বিক জনজীবনের সাথে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে পাহাড় পরী বান্দরবানে এখন পর্যটকের ঢল। ভ্রমণ পিয়াসীরা পরিবার পরিজন নিয়ে এখন ভিড় করছেন দেশের পাহাড়ি পর্যটন শহর বান্দরবানে। পর্যটকের পদচারণায় এখন মুখর পার্বত্য জেলা বান্দরবান।
জেলার হোটেল, মোটেলসহ বিভিন্ন রিসোর্টগুলো এখন পর্যটকে পর্যটকে ভরপুর। যান্ত্রিক কর্মব্যস্ততা আর রুটিনে বাঁধা জীবন বাস্তবতার কাছ থেকে ছুুটি নিয়ে একটু শান্তির বারতায় হারিয়ে যেতে পর্যটকদের কাছে নিসর্গ এক ভূমি যেন বান্দরবান।
এমন অবস্থায় দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের নিরাপত্তা দিতে ট্যুরিষ্ট পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকা থেকে দুই মেয়ে নিয়ে সস্ত্রীক বান্দরবান এসেছেন মো. আবু তালেব। তিনি জানান, বড়দিন আর সাপ্তাহিক ছুটি পেয়ে পরিবার নিয়ে এসেছি। শীতকাল মানে ঘুরে বেড়ানোর মৌসুম। প্রতি বছর এই মৌসুমে আমরা কোথাও না কোথাও ভ্রমণে যাই। গত বছর কক্সবাজারে গিয়েছি। তবে কক্সবাজারে এখন আগের মত পরিবেশ নেই মনে হচ্ছে। রোহিঙ্গাদের কারণে প্রায় সময় কক্সবাজারে নানা অপ্রীতিকর ঘটনা লেগেই রয়েছে। নিরাপত্তা নিয়ে পর্যটকরা শঙ্কিত। খাবার-দাবার এখন মানের চেয়ে দাম বেশি। হোটেলের ভাড়া আগের থেকে অনেক বেশি। আবার টাকা দিয়েও মানসম্মত খাবার দাবার পাওয়া যায় না। তাই এবার বান্দরবানে বেড়াতে এসেছি। পরিবেশ পরিস্থিতি দেখে তো ভালই লাগছে।
এদিকে পর্যটকের আগমনে হোটেল মোটেল রিসোর্টগুলো প্রায় ভর্তি। হোটেল মোটেল রিসোর্টগুলোতে রুম বুকিং দেয়ার জন্য একেবারে লাইনে দাঁড়িয়ে টিকেট কাটার অবস্থা পর্যটকদের।
এ নিয়ে হোটেল মোটেল রিসোর্ট ওনার্স অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন জানান, সারা বছর ধরে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে নানামুখী ঝামেলা বিদ্যমান ছিল। এখানে ভ্রমণে নিষেধাজ্ঞা যেন লেগেই ছিল। নিষেধাজ্ঞার কারণে পার্বত্য জেলাগুলোতে পর্যটকরা আসতেই পারেনি। সমুহ সমস্যা এখানে সৃষ্টি হয়েছে পর্যটন বিমুখিতা। এতে করে পর্যটন খাতে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এতে করে সরকারও রাজস্ব হারিয়েছে। অথচ এখানে অধিকাংশ অধিবাসীদের জীবিকা বলতে গেলে পর্যটন নির্ভর। এবার আমরা ইতিবাচক কিছু প্রত্যাশা করছি।
ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের উপ-পরিদর্শক মোহাম্মদ শাহীন মিয়া বলেন, ভাল পরিবেশ আর নিরাপত্তা নিশ্চিত করা গেলে এখানে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা বিভিন্ন পর্যটন কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন। ভ্রমণে আসা আগত পর্যটকদের ভ্রমণে নিরাপত্তা দিতে ট্যুরিষ্ট পুলিশ সদা প্রস্তুত।
চাটগাঁ নিউজ/ইউডি