চাটগাঁ নিউজ ডেস্ক : নগরীতে পাহাড় কেটে বাড়ি বানানোর স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অভিজাত এলাকা জামালখান আসকার দীঘির পাড় এলাকায় পাহাড় কেটে বাড়ি বানানোর কাজ করছিল ৯২ পরিবার।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) চসিকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বেআইনি এই কাজ বন্ধ করে দেন। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা।
এ বিষয়ে তিনি চাটগাঁ নিউজকে বলেন, ৯২টি পরিবার একজোট হয়ে স্বপ্নীল ফ্যামিলি ওনার্স নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠানের মাধ্যমে আসকার দীঘির পাড়ে পাহাড় কেটে ৩টি ভবন নির্মাণ করছিলেন জানতে পেরে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানের বিষয় টের পেয়ে প্রকল্পের দায়িত্বে থাকা সাইট ইঞ্জিনিয়ার পালিয়ে যান। ফলে দায়িত্বশীল আর কাউকে না পাওয়ায় মামলা বা জরিমানা করতে পারিনি। তবে কাজ বন্ধ করে দেয়া হয়েছে।
তিনি বলেন, বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে জানাচ্ছি। এই পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা হবে।
চাটগাঁ নিউজ/এসএ