রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় কাটার খবর পেয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় আদালতের উপস্থিতি টের পেয়ে খননযন্ত্র (স্কেভেটর) রেখে চালক পালিয়ে যায়। অভিযানে খনন কাজে ব্যবহৃত স্কেভেটরটি জব্দ করা হয়।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার বেতাগী ইউনিয়নের ঢেমির ছড়া এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন বলেন , পাহাড় ও টিলা থেকে স্কেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অভিযুক্তরা পালিয়ে গেলেও মাটিকাটার কাজে ব্যবহৃত স্কেভেটরটি জব্দ করা হয়। জব্দকৃত স্কেভেটরটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/জগলুল/ইউডি