বান্দরবান প্রতিনিধি: বান্দরবান লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজায় পাহাড় কাটার মাধ্যমে পরিবেশ ধ্বংসের অভিযোগে কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (৩০ জুলাই) চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা ধার্য করেন।
অভিযানে দেখা যায়, দীর্ঘদিন ধরে কোয়ান্টাম ফাউন্ডেশন স্কেভেটর ও বুলডোজার দিয়ে পাহাড় কেটে পরিবেশ আইন লঙ্ঘন করে আসছিল। পাহাড় কাটার ফলে এলাকার পরিবেশ ও প্রতিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পরিবেশ অধিদপ্তর জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৭ ধারা অনুযায়ী, কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে পার্শ্ববর্তী এলাকায় পাহাড় কাটার সঙ্গে জড়িত মো. কবির গংয়ের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম বলেন, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তর নিয়মিত মনিটরিং ও অভিযানে রয়েছে। আইন অমান্যকারী যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন