বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় কাঁটার অভিযোগে পাঁচজনকে জেল জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত নয়টা থেকে দুইটা পর্যন্ত উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম কচুজুম পাহাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী ও বাঁশখালী থানার এসআই ফারুক।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী বলেন, পাহাড় কাঁটা ও বালু উত্তোলনের দায়ে গভীর রাতে অভিযান পরিচালনা করে তিনজনকে এক লাখ টাকা করে জরিমানা এবং দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এইসময় অবৈধভাবে পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
জানা যায়, বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশের পর অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের দায়ে সাধনপুরের মো. ইয়াছিন, এহসান উল্লাহ ও হাফিজুর রহমানকে এক লাখ টাকা করে তিন লাখ টাকা জরিমানা এবং মো. আজিজ ও ফজল করিমকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসবিএন