পাহাড়ের প্রবীণ সাংবাদিক মকছুদ আহমেদের ইন্তেকাল

রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত সর্বপ্রথম সংবাদপত্র দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক পাহাড়ের প্রবীণ ও চারণ সাংবাদিক খ্যাত একেএম মকছুদ আহমেদ আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর তিনি রাঙামাটি জেলারেল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির সিভিল সার্জন (সিএস) ডা. নূয়েন খীসা ও রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার শওকত আকবর খান গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন।

এদিকে প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুর খবর শুনে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ রাঙামাটিতে কর্মরত গণমাধ্যমকর্মীরা রাঙামাটি জেনারেল হাসপাতালে ছুটে যান এক নজর দেখার জন্য।

দৈনিক গিরিদর্পণের সাবেক বার্তা সম্পাদক ও একেএম মকছুদ আহমেদের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টার দিকে কন্ট্রাক্টর পাড়ার নিজ বাসায় তিনি স্ট্রোক করেছেন। হাসপাতালে নেওয়ার পর রাত ৯টা ৩৭ মিনিটের দিকে নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামেরর সাংবাদিক একজন অভিভাবক হারালো।

প্রসঙ্গত, একেএম মকছুদ আহমেদ ৫৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় রয়েছেন। তিনি ১৯৭৯ সালে প্রথম সাপ্তাহিক বনভূমি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর ১৯৮৩ সালে দৈনিক গিরিদর্পণ প্রতিষ্ঠা করেন। ৪২ বছর ধরে তিনি পত্রিকাটির সম্পাদক হিসেবে আছেন।

দৈনিক গিরিদর্পণের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব ছাড়াও দৈনিক ইত্তেফাকের রাঙামাটি প্রতিনিধি। তিনি রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতিও।

একেএম মকছুদ আহমেদের মৃত্যুতে রাঙামাটি প্রেসক্লাব, রাঙামাটি সাংবাদিক ফোরাম, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শোক জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন

Scroll to Top