পাহাড়তলীতে অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকায় থেকে অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর)  রাতে উক্ত থানাধীন আবদুল লতিফ সড়কের মাইট্টাল্যা গলি নামক স্থানে সংঘর্ষের ঘটনায় তাদের গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।

গ্রেফতার দুই অস্ত্রধারী হলেন, নগরীর হালিশহর বসুন্ধরা এলাকার কামাল সওদাগর বাড়ির মুস্তাফিজুর রহমানের ছেলে মোহাম্মদ আলী ও কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার বকশোগঞ্জ এলাকার আবদুল জলিলের ছেলে মোহাম্মদ সজল।

জানা গেছে, মাইট্টাল্যা গলির জাবেদের দোকানের সামনে আধিপত্য বিস্তার নিয়ে জাবেদ গ্রুপ ও মোহাম্মদ আলী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় দুই গ্রুপের প্রায় ৫০-৬০ জন এলাকায় প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে ত্রাস ও আতঙ্ক সৃষ্টি করেছিল বলে জানায় স্থানীয়রা।

পরে শুক্রবার রাতে ৯৯৯ নাম্বারে খবর পেয়ে পাহাড়তলী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে দুগ্রুপের লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় পালিয়ে যাওয়ার সময় একটি পিস্তল, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো ছোরা ও একটি লোহার রড়সহ দুইজনকে পুলিশ গ্রেফতার করতে সমর্থ হয়।

এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) বাবুল আজাদ বলেন, জাবেদ গ্রুপ ও আলী গ্রুপের জন্য এলাকার মানুষ অতিষ্ঠ । দুই গ্রুপের ৫০/৬০ জন লোকের সংঘর্ষে এলাকায় প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে ত্রাস ও আতঙ্ক সৃষ্টি করেছিল। অস্ত্রধারী দুই সন্ত্রাসীকে শনিবার সকালে আদালতের মাধ্যমে অস্ত্র আইনে কারাগারে প্রেরণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/টিপু/জেএইচ

Scroll to Top