চাটগাঁ নিউজ ডেস্ক: গাজীপুরের সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে যাওয়া একটি নীলগাই ধরতে গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল তিন জেলায় অভিযান চালাচ্ছে বনবিভাগ।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ১৬ জানুয়ারি পার্কের পুরোনো দেয়াল টপকে একটি পুরুষ নীলগাই লোকালয়ে চলে যায়। এরপর নীলগাইটিকে পার্কে ফিরিয়ে আনার কাজ শুরু করা হয়। কিন্তু নীলগাইটি দৌঁড়ে পালিয়ে যায়। আমরা জানতে পেরেছি, নীলগাইটি গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ভালুকার সিডস্টোর, বাটাজোড় ও টাঙ্গাইলের মধুপুর এলাকায় বিচরণ করতে দেখা গেছে। নীলগাইয়ের খোঁজে ওই সব এলাকায় মাইকিং করা হচ্ছে। পাশাপাশি স্থানীয়দের সতর্কও করা হচ্ছে।
২০২১ সালে এই পার্ক থেকেই আরেকটি নীলগাই পালিয়ে যায়। দুই মাস পর টাঙ্গাইলের মধুপুর থেকে লোকালয়ে যাওয়া নীলগাইটিকে উদ্ধার করে পার্কে আনা হয়েছিল।
পার্ক কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯ সালে দেশের বিভিন্ন স্থান থেকে আটক করা চারটি নীলগাই সাফারি পার্কে আনা হয়। এরপর তারা বাচ্চা জন্ম দিয়ে নীলগাইয়ের সংখ্যা বাড়িয়েছে। সাফারি পার্কে সর্বশেষ ১১টি নীলগাই ছিল। নীলগাইটি পালিয়ে যাওয়ার পর এখন সেখানে রয়েছে ১০টি।
চাটগাঁ নিউজ/ইউডি