পড়া হয়েছে: ৫৯
চাটগাঁ নিউজ ডেস্ক : পার্কভিউ হাসপাতালে ভর্তি রোগীদের আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রোগতত্ত্ব মূল্যায়ন, রোগ নির্ণয় এবং ফলোআপের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও অর্থোপেডিক সার্জন ডা. এ টি এম রেজাউল করিমের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন কনসালটেন্ট ডা. মোহাম্মদ রেজাউল করিম।
ক্লিনিক্যাল আলোচনা সভায় পার্কভিউ হাসপাতালের বিভিন্ন বিভাগের জুনিয়র কনসালটেন্ট ও মেডিকেল অফিসারবৃন্দও উপস্থিত ছিলেন। তাঁদের সক্রিয় অংশগ্রহণে রোগতত্ত্ব মূল্যায়ন, রোগ নির্ণয় এবং ফলোআপ বিষয়ক বিস্তারিত আলোচনা হয়, যা রোগীদের উন্নত সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
চাটগাঁ নিউজ/এসএ