চাটগাঁ নিউজ ডেস্ক: বিপিএল টুর্নামেন্টের মাঝপথে চলে এসেছে। তবে এমন সময়ে এসেও অংশগ্রহণকারী খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার ইস্যূতে আলোচিত সমালোচিত বিপিএল গভর্নিং কাউন্সিল। এ নিয়ে রীতিমত বিব্রতকর অবস্থায় পড়েছে কাউন্সিল। এরই মাঝে উইমেন্স বিপিএল করার সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং কাউন্সিল । মেনস বিপিএল শেষ হওয়ার পরপরই উইমেন্স ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করা হবে জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
শুক্রবার দুর্বার রাজশাহী-সিলেট স্ট্রাইকার্স ম্যাচ শেষে গণমাধ্যমের কাছে এমন ঘোষণা দেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন।
তিনি বলেন,আমরা উইমেন’স বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করব। প্রথম আসরটি তিনটি দল নিয়ে করার পরিকল্পনা করা হয়েছে। এটা এই বিপিএল শেষ হওয়ার পরপরই অনুষ্ঠিত হবে। এর সময়সীমা থাকবে ৮-৯ দিনের ভেতরে। আমরা এরই মধ্যে কিছু ফ্রাঞ্চাইজির সঙ্গে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে। এটা দিয়ে আমরা শুরুটা করতে চাই। আশা করছি,এটা নারীদের ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেবে।
টুর্নামেন্টের ফরম্যাট সম্পর্কে তিনি জানান, প্রথম পর্বে তিনটি দল একে অপরের বিপক্ষে খেলবে দুইটি করে ম্যাচ। পরে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল নিয়ে হবে ফাইনাল। সব মিলিয়ে সাত ম্যাচের টুর্নামেন্টের সবগুলো খেলাই হবে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এদিকে, বিপিএলে দুর্বার রাজশাহীর খেলোয়াড়দেরকে পারিশ্রমিক না পাওয়া, ক্রিকেটারদের অনুশীলন বয়কট, পারিশ্রমিক পরিশোধে বিলম্ব ইস্যূতে গত তিনদিন ধরে নানামুখী আলোচনা সমালোচনা চলছে। অন্য দলের খেলোয়াড়দেরও ফ্র্যাঞ্চাইজি কর্তৃক সম্পূর্ণ পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ উঠেছে। সংবাদ সম্মেলনে এসব নিয়ে প্রশ্ন করা হলে রীতিমত বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন।
তিনি বলেন,এসব বিষয়কে সামনের জন্য শিক্ষা হিসেবে নেয়া যায়। আমরাও এসব কারণ নিয়ে বিব্রতকর। শুধু ক্রিকেট বোর্ড নয়, পুরো ক্রিকেট সম্প্রদায় কিন্তু এসব নিয়ে বিব্রত। আমাদের সবার জন্যই এগুলো শিক্ষা। আশা করি,সামনে এসব বিষয় সেভাবেই এড্রেস করব যেন আর না হয়। অনেকগুলো কাজ আমাদের করা উচিত ছিল। যেগুলো হয়তো আমরা সময়মতো করিনি।
তিনি আরও বলেন, তবে এটাও বিষয় যে, এবার একটা বিশেষ সময়ে অনেক ব্যাপারেই আমরা চাপে ছিলাম। হয়তো অনেক ব্যাপারেই যেসব নিয়ম অনুসরণের কথা ছিল, সেগুলো করতে পারিনি। তবে এগুলোও শিক্ষা। সামনে অবশ্যই এই শিক্ষা কাজে লাগাব।
সংবাদ সম্মেলনে পারিশ্রমিক না পাওয়ার বিষয়ে দৃষ্টিপাত করা হলে নাজমুল আবেদীন বলেন, বিষয়টি আমি অবগত নই। সত্যি বলতে এটা সম্পর্কে আমি জানি না।
তবে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হিসেবে এসব আগেই জানা উচিত ছিল কিনা? এমন প্রশ্ন করা হলে নাজমুলের হয়ে পাশে বসা আরেক বোর্ড পরিচালক ইফতেখার আহমেদ বলেন,যখন আমরা জেনেছি, আমরা কিন্তু ক্রিকেট বোর্ড ও প্রেসিডেন্টসহ সম্পৃক্ত হয়ে রাজশাহীর বিষয়টা সমাধান করা হয়েছে। জানাতে হবে আমাদেরকে।
চাটগাঁ নিউজ/ইউডি