পারিবারিক সুনাম পেলেও আবারও সতর্ক করলেন গিয়াস কাদেরকে!

চাটগাঁ নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে দলের পক্ষ থেকে ফের সতর্ক করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে সতর্ক নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, ভিডিও ভাইরাল থেকে পাওয়া দলের বিরুদ্ধে উক্তি করে আপনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের সুনাম ক্ষুন্ন করেছেন। এজন্য আপনাকে গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছিল। আপনি আজ বুধবার (৪ ডিসেম্বর) উক্ত কারণ দর্শানো নোটিশের জবাব দিয়েছেন। একজন রাজনীতিবিদ হিসেবে আপনার সুনাম রয়েছে। এছাড়া আপনারা পারিবারিকভাবেও মর্যাদাসম্পন্ন। সুতরাং দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুন্ন করে এমন কোন কার্যকলাপ বা বক্তব্য কখনোই আপনার নিকট থেকে কাম্য হতে পারে না। নির্দেশিত হয়ে জানাচ্ছি যে, ভবিষ্যতে দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের যাতে পুনরাবৃত্তি না হয়, সেজন্য আপনাকে পুনরায় সতর্ক করা হলো।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২৩ নভেম্বর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে। ওই নোটিশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও সাক্ষাৎকার ভাইরাল হয়। এরপর গতকাল মঙ্গলবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে কারণ দর্শানোর জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। আজ নোটিশের জবাব দেন তিনি। এর প্রেক্ষিতে দলের পক্ষ থেকে ফের সতর্ক নোটিশ করা হয় বিএনপির এই নেতাকে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top