পানি পুশ করে ওজন বাড়িয়ে মাংস বিক্রি, ৩ দোকানকে অর্থদণ্ড

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় পানি পুশ করে ওজন বাড়িয়ে মাংস বিক্রিসহ নানা অপরাধে তিনটি দোকানকে ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার বাংলাবাজারে মাংসের দোকান ও কেরানিহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, মূল্য তালিকা না থাকায় নাজিমের মাংসের দোকানকে ৫ হাজার, ওজন বৃদ্ধিকরণের উদ্দেশ্যে পানি পুশ করায় সাচি সওদাগরের মাংসের দোকানকে ২ হাজার ও ইসমা পোল্ট্রি ফার্ম ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এসময় মাংসের দোকান থেকে কলিজার অংশটি জব্দ করা হয় এবং পরবর্তীতে তা এতিমখানায় দান করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসন এমন অভিযান অব্যাহত রাখবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top