পানত্রিশায় শিক্ষার আলো, লোহাগাড়ার তিন স্বপ্নবাজের অনন্য সাফল্য

চাটগাঁ নিউজ ডেস্ক : লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা গ্রামে বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয় আজ আর শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি শত শত স্বপ্ন গড়ার আঁতুড়ঘর। প্রতিষ্ঠার আগে এলাকাটি ছিল চরমভাবে অবহেলিত। শিক্ষার্থীদের প্রতিদিন ৭–৮ কিলোমিটার পথ হেঁটে পুটিবিলা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতে হতো। দীর্ঘ পথচলার কারণে পড়াশোনার চেয়ে শারীরিক কষ্টই ছিল তাদের নিত্যসঙ্গী।

এই অন্ধকারে আলোর প্রদীপ জ্বালান চুনতির গর্বিত সন্তান, সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল জয়নুল আবেদীন, বীর বিক্রম- পিএসসি। তাঁর ঐকান্তিক উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় পানত্রিশা গ্রামের ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেয়। সময়ের পরিক্রমায় এই বিদ্যালয় থেকেই শিক্ষার্থীরা দেশসেরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে শুরু করে।

সম্প্রতি বিদ্যালয়ের তিনজন কৃতী শিক্ষার্থী দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আতিক হাসান বলেন, ‘আমার এই অবস্থানে পৌঁছানো কোনো আকস্মিক প্রাপ্তি নয়। এটি শ্রম, আত্মসংযম ও অবিচল সাধনার ফল। বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকেই আমার স্বপ্নের যাত্রা শুরু। সময়ের প্রতিটি মুহূর্তকে আমি সম্ভাবনার শস্যক্ষেত্র হিসেবে বিবেচনা করেছি।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মোরশেদ আলম জানান, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড- এই উপলব্ধি আমরা পেয়েছি এই বিদ্যালয় থেকেই। শিক্ষকমণ্ডলীর নিরলস পরিশ্রম ও রিসোর্সভিত্তিক পাঠদান আমাদের বহুদূর এগিয়ে দিয়েছে। ভবিষ্যতে বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় একজন আইনের শিক্ষার্থী হিসেবে ভূমিকা রাখতে চাই।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ-ইউনিটে ১১৮তম স্থান অর্জনকারী কামলাই ম্রো বলেন, ‘আমার এই ক্ষুদ্র অর্জনের পেছনে রয়েছে হাজারো মানুষের আশীর্বাদ ও ত্যাগ। এটি শুধু আমার নয়; এটি আমার পরিবার, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত স্বপ্নের বাস্তবায়ন। এই সুযোগ আমাকে একজন মানবিক ও ন্যায়পরায়ণ মানুষ হিসেবে গড়ে তুলবে- এই প্রত্যাশা রাখি।’

বিদ্যালয় প্রধান শিক্ষক শাহাবুদ্দীন চৌধুরী বলেন, ‘যে স্বপ্ন নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছিল, শিক্ষার্থীদের সাফল্য অর্জন তা বাস্তবে রূপ নিচ্ছে। এই সফলতা বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকদের দায়িত্ব আরও বাড়িয়ে দিচ্ছে। বিদ্যালয়ের ধারাবাহিকতা যেন সবসময় অটুট থাকে, ইনশাআল্লাহ।’

বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয় প্রমাণ করেছে যে যথাযথ দিকনির্দেশনা, নিবেদিত শিক্ষকতা ও অধ্যবসায় থাকলে প্রত্যন্ত জনপদ থেকেও দেশের শীর্ষ শিক্ষাঙ্গনে পৌঁছানো সম্ভব।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top