সিপ্লাস ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ মুক্তির পর থেকেই গড়ে চলেছে একের পর এক রেকর্ড। ব্যবসায়ীক রেকর্ডের বাইরে ছবিটি গড় আরেকটি নজির। পাঠানের মধ্য দিয়ে দীর্ঘ ৩২ বছর পর সিনেমা ফিরল কাশ্মীরে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শ্রীনগরের একটি মাল্টিপ্লেক্সে ইতোমধ্যে ছয়টি শো চলেছে এই ছবির। তৃতীয় সপ্তাহেও হাউসফুল ছবির শো। উচ্ছ্বসিত হল মালিকরা।
আইনক্সের পক্ষ থেকে টুইটে লেখা হয়েছে, আমরা শাহরুখ খানের প্রতি কৃতজ্ঞ। এত বছর কোনো ছবি হাউসফুল দেখেনি উপত্যাকার মানুষ, এই প্রথম! তোমাকে ধন্যবাদ শাহরুখ।
শ্রীনগর আইনক্সের এক কর্মী বলেন,৩২ বছর পর সিনেমা হল খুলল কাশ্মীরে, তাও শাহরুখের ছবির জন্য। অনেক মানুষ আসছেন ছবিটিকে হলে দেখার জন্য। এখন পর্যন্ত প্রায় ১১ হাজার মানুষ দেখেছেন এটি।
প্রসঙ্গত, ১৯৯০ সালের আগে ১২টি হল ছিল কাশ্মীরে। কিন্তু একে একে সব কটি হল বন্ধ হয় যায়।
পাঠান মুক্তির পর তৃতীয় সপ্তাহে ছবিটির মোট আয় ৯৫০ কোটি রুপি। দ্রুতই ছবিটি হাজার কোটির রেকর্ড গড়তে যাচ্ছে বলে আশা সংশ্লিষ্টদের।