পাচারকালে ৪৩০ বস্তা সার, ৬০০ বস্তা আলু আটক

চাটগাঁ নিউজ ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারকালে পতেঙ্গা বহির্নোঙর থেকে ৪৩০ বস্তা ইউরিয়া সার ও ৬০০ বস্তা আলুসহ ১৩ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জুন বিকেল ৫টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক পতেঙ্গা বহির্নোঙরে একটি বিশেষ অভিযান চালানো হয়। কোস্টগার্ড আভিযানিক দল দুইটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে প্রায় ১৬ লাখ ৩৪ হাজার টাকার ৪৩০ বস্তা ইউরিয়া সার, ৬০০ বস্তা আলু, ৪০ লিটার লুব অয়েল ও ২টি হ্যামকো ব্যাটারিসহ ১৩ পাচারকারীকে আটক করেছে।

জব্দ করা পণ্য, আটক পাচারকারী ও পাচার কাজে ব্যবহৃত বোট সদর ঘাট নৌপুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা।

চাটগাঁ নিউজ/এসএ

 

Scroll to Top