পড়া হয়েছে: ১১
সিপ্লাস ডেস্ক: পাকিস্তানে ক্ষমতাসীন জোটের শরিক দল জমিয়তে উলামায়ে-ই-ইসলাম-ফজলুর (জেইউআই-এফ) এক কর্মী সম্মেলনে এক বোমা বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক।
তবে এটি আত্মঘাতী হামলা ছিল কিনা তা জানা যায়নি। আফগানিস্তান সীমান্ত-সংলগ্ন দেশটির খাইবার পাকতুনখাওয়ায়বাজউর খারে এ ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে দলটির স্থানীয় নেতা মাওলানা লায়েকও রয়েছেন। তার বক্তৃতার সময়ই বিস্ফোরণ ঘটে।
জেইউআই-এফের পাকতুনখাওয়া প্রদেশের মুখপাত্র আবদুল জলিল খান বলেন, মাওলানা লায়েক স্থানীয় সময় ৪টার দিকে বক্তৃতা করার সময় বিস্ফোরণ ঘটে। তিনি জানান, দলটির এমএনএ মাওলানা জামালউদ্দিন ও সিনেটর আবদুল রাশিদও কনভেশনে উপস্থিত ছিলেন।
সূত্র : দি নিউজ, জিও নিউজ, আলজাজিরা ও অন্যান্য